
shershanews24.com
প্রকাশ : ১৬ নভেম্বর, ২০১৯ ১০:৫৩ অপরাহ্নশীর্ষনিউজ, ভৈরব: ভৈরবের মেঘনায় জেলেদের জালে ৫ মণ ওজনের একটি পান পাতা মাছ ধরা পড়েছে। শনিবার বিকেলে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে এই মাছটি ধরা পড়েছে। বিরল প্রজাতির মাছটি বিক্রির জন্য একই এলাকার মৎস আড়তে নিয়ে আসা হয়েছে।
জেলেদের দাবি, পান পাতা মাছটি এক লাখ টাকায় বিক্রি করতে পারবে বলে ধারণা তাদের। বিশাল আকারের মাছটি সন্ধ্যায় বিক্রির জন্য আড়তে নিয়ে এলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
শীর্ষনিউজ/এসএসআই