
shershanews24.com
প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২১ ০১:০৬ অপরাহ্নশীর্ষ নিউজ, ঢাকা: মুজিব বর্ষে গৃহহীনদের ঘর ও জমি দিতে পারাই সবচেয়ে বড় উৎসব। আজ শনিবার (২৩ জানুয়ারি) ৭০ হাজার পরিবারকে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে, সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দুই শতাংশ জমির মালিকানাসহ বিনামূল্যে দুই কক্ষ বিশিষ্ট ঘর পেলেন গৃহহীনরা। একইসাথে ব্যারাকের মাধ্যমে ২১ জেলার ৩৬টি উপজেলায় তিন হাজারেরও বেশি পরিবারকে পুনর্বাসন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসে আরও ১ লাখ ঘর বরাদ্দ দেয়া হবে। মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, কেউ গৃহহীন থাকবে না।
শীর্ষনিউজ/এম