
shershanews24.com
প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২১ ০৯:২১ পূর্বাহ্নশীর্ষ নিউজ, চট্টগ্রাম : ভোট গ্রহণ শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। সকাল ৮ টায় একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ভোট শুরুর একটু পরেই দুইটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে ওই কেন্দ্রগুলোতে।
জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে লালখান বাজারে একটি কেন্দ্র এবং চকবাজার বিএড কলেজ কেন্দ্রে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কারা এ বিস্ফোরণ ঘটায় তা জানা যায়নি।
শীর্ষনিউজ/এম